করোনার মাঝে কর্তব্য পালন, আক্রান্ত সাংবাদিক
Odd বাংলা ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কেন্দ্রীয় সরকার গত মঙ্গলবার দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেছে। কিন্তু তা সত্ত্বেও কিছু পেশার মানুষকে বাইরে বেরোতে হচ্ছে এই কঠিন পরিস্থিতির মধ্যে। আর তার মধ্যে অন্যতম প্রধান পেশা হল সংবাদমাধ্যম। আর এই মহামারির পরিস্থিতিতে করোনায় আক্রান্ত হলেন ভোপালের এক সাংবাদিক। পাশাপাশি আক্রান্ত হন তার মেয়েও।
গত সপ্তাহে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে কমল নাথের ইস্তফার সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এই সাংবাদিক। আর তার কয়েকদিন পরেই সেই সাংবাদিকের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। ঐ সাংবাদিক বৈঠকে উপস্থিত সকলকে আপতকালীনভাবে স্ব-কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সাংবাদিকের মেয়েও আক্রান্ত হয়েছে এই মারণ রোগে। এই মুহুর্তে মধ্যপ্রদেশে মোট ১৫ জন আক্রান্ত হয়েছেন।
আজ যখন গোটা দেশের মানুষ ঘরবন্দী, তখন দেশের পরিস্থিতি তাদের সামনে তুলে ধরতে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামছেন সাংবাদিকরা। প্রতিনিয়ত ভয় এবং আশঙ্কার ডামাডোলে থাকলেও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যম সদা প্রস্তুত এই লড়াইয়ের মোকাবিলা করার জন্য।
Post a Comment