করোনা মোকাবিলায় কানাডার প্রধানমন্ত্রী, বাড়িভাড়া-সহ নাগরিকদের সব দায়িত্ব নিলেন ট্রুডো


Odd বাংলা ডেস্ক: করোনা মোকাবিলায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাড়িভাড়াসহ সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার  প্রধানমন্ত্রীর দফতরের তরফে এ তথ্য জানানো হয়েছে। বাড়তে থাকা কোভিড-১৯ (করোনা ভাইরাস) প্রাদুর্ভাবের কারণে কানাডিয়ানদের অর্থনৈতিক দৈন্যদশায় পড়তে দেবে না ট্রুডো। নিজের স্বাস্থ্য, পরিবারের স্বাস্থ্য, চাকরি, বাড়িভাড়া নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। সব সরকার দেখবে।

এদিকে ভাইরাসের সংক্রমণ রোধে অন্টারিও প্রভিন্সে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কানাডায় বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা, বিদেশে আটকে পড়া কানাডিয়ানদের দেশে ফেরায় সহায়তা দিতে ৫ হাজার ডলার প্রদান, দেশে ফেরার পর ১৪ দিন আইসোলেশনে থাকার পরও বেতন-ভাতা প্রদান, কানাডার প্রধান ছয়টি ব্যাংক মর্টগেজের কিস্তি পরিশোধ ছয় মাস পর্যন্ত পিছিয়ে দেওয়ার সুযোগ, আগামী ৩০ মার্চ পর্যন্ত উপাসনালয়সহ যে কোনো স্থানে ৫০ জনের ঊর্ধ্বে জনসমাগম নিষিদ্ধ, ভাইরাস মোকাবিলায় ১ বিলিয়ন ডলার বরাদ্দ উল্লেখযোগ্য।

প্রসঙ্গত, করোনাভাইরাসে দেশটিতে মারা গেছেন নয় ব্যক্তি এবং আক্রান্ত হয়েছেন ৭২৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ জন। প্রধানমন্ত্রী নিজে ও তার স্ত্রী সোফিয়া, বিরোধী দলের নেতা জাসমিত সিং, টরন্টো মেয়র জন টরি ১৪ দিনের আইসোলেশনে রয়েছেন।
Blogger দ্বারা পরিচালিত.