কাংটেগা, হিমালয়ের যে অংশে ভীনগ্রহীরা যাতায়াত করে, গুগল ম্যাপই প্রমাণ


Odd বাংলা ডেস্ক: নেপালের হিমালয় পর্বতমালার একটি চূড়ার নাম কাংটেগা যা দ্যা স্নো স্যাডল নামেই বেশি পরিচিত। এই চূড়ার উচ্চতা ২২ হাজার ২৫১ ফুট। ১৯৬৩ সালে এডমান্ড হিলারির নেতৃত্বে একদল অভিযাত্রী প্রথম এই চূড়ায় উঠতে সক্ষম হয়। কাংটেগা চূড়া নিয়ে রহস্য ঘনিয়েছে মূলত গুগল আর্থের ছবি থেকে যেখানে এই চূড়ার একটি অংশ কালো রং দিয়ে ঢেকে দেয়া হয়েছে। এটি দেখার পর থেকে অনেকেই বলতে শুরু করেন এখানে ভিনগ্রহবাসীদের গোপন কোনো ডেরা আছে নয়তো এটি গোপন কোনো গবেষণাগার যেখানে ভবিষ্যত প্রযুক্তি নিয়ে গবেষণা করা হচ্ছে। অবশ্য, এর পেছনে যুক্তি হচ্ছে, জায়গাটি রয়েছে চূড়ায় উঠার একমাত্র পথ থেকে অনেক দূরে এবং শুধুমাত্র আকাশ থেকেই সেখানে অবতরণ করা সম্ভব। তবে, অনেকের মতে এটি গুগল আর্থের কোনো ত্রুটি ছাড়া আর কিছুই নয়।
Blogger দ্বারা পরিচালিত.