পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ ময়দানে ২৮ বছরের মেজর স্নেহা চৌধুরি
Odd বাংলা ডেস্ক: ছোট থেকেই যে মেয়ে স্বপ্ন দেখে যে একদিন বড় হয়ে সে সশস্ত্র বাহিনীতে যোগদান করবে, কিন্তু সে কখনওই ভাবেনি যে, বড় হয়ে যখন সেই ভারতীয় সেনায় যোগদান করবে। ২৮ বছর বয়সী মেজর স্নেহা চৌধুরির কথায়, 'আমাদের জাতির জন্য আত্মত্যাগের সুযোগ দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনী যে নীতিশাস্ত্র, নৈতিকতা তৈরি করেছে তা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ।'
মেজর স্নেহা বর্তমানে বেঙ্গালুরুর স্যাপার্স এমএজি অ্যান্ড সেন্টার্সে নিযুক্ত রয়েছেন। গ্রেটার নয়ডায় আইটিএস ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন স্নেহা। সশস্ত্র বাহিনীর হয়ে তিনি কাজ শুরু করেন ২০১৪ সালে। জম্মুতে প্লাটুন কমান্ডার হিসাবে প্রথম কাজ শুরু করেন স্নেহা।
স্নেহার কথায়, নিয়ন্ত্রণ রেখার( যেখানে ভারত-পাকিস্তানের সীমানা ভাগ করে দেওয়া হয়েছে) কাছে পোস্টিং পাওয়া সত্যিই এক দুর্দান্ত অভিজ্ঞতা। স্নেহা বলেন, এতদিন পর্যন্ত তিনি সিনেমার পর্দায় তিনি যা দেখেছেন, তাই চাক্ষুস করার সুযোগ পেয়েছিলেন তাতে তাঁর আত্মবিশ্বাস, ক্ষমতা কয়েকগুণ বেড়ে গিয়েছিল। তবে বেঙ্গালুরুতে যাওয়ার আগে তিনি হিমাচল প্রদেশের ধর্মশালার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইয়লে সহকারী গ্যারিসন ইঞ্জিনিয়ার হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি একজন জাতীয় স্তরের বাস্কেটবল খেলেছেন। তাঁর নিজের রাজ্য রাজস্থানের হয়ে রাজ্যস্তরে বাস্কেটবল খেলেছেন স্নেহা।
তবে ব্যক্তিজীবনে যা-ই করুন না কেন, তিনি মনে প্রাণে বিশ্বাস করেন দেশের জন্য কাজ করাই তাঁর কাছে প্রথম প্রাধান্য। তিনি আরও বলেন, সীমান্তে লেডি অফিসারদের ময়দানে নামার এবং বিভিন্ন অভিযানে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পুরুষ সহযোগীর মতোই তাদেরও সমান দায়িত্ব অর্পণ করা হয়। তিনি আরও বলেন, লিঙ্গ বৈষম্যতা পেরিয়ে দেশসেবাই একাজে অগ্রাধিকার পেয়ে থাকে।
Post a Comment