পুরুষ হয়েও গর্ভধারণ করেছেন ইনি, জন্ম দিয়েছেন তিন সন্তানের


Odd বাংলা ডেস্ক: সন্তান ধারণের সবরকমের ক্ষমতা নিয়ে এই পৃথিবীর বুকে জন্ম নেয় নারী। নিজের মধ্যে একটা প্রাণ ধারণের ক্ষমতা রাখতে পারে বলে, নারীশক্তি কিন্তু সর্বশ্রেষ্ঠ। কিন্তু টমাস ট্রেস বেটি একজন পুরুষ কিন্তু, পুরুষ হয়েও সন্তান ধারণ করেছেন তিনি। 

২০০২ সালে একটি অস্ত্রপোচারের করান টমাস। পুরোটাই কৃত্রিম পদ্ধতিতে। রীতিমতো বেবি বাম্প নিয়ে ফটোশ্যুট করতেও দেখা গিয়েছে টমাসকে। সেইসময় তাঁকে সবাই দ্য প্রেগনেন্ট ম্যান নামেই অভিহিত করত। কিন্তু কেন এই গর্ভধারণের সিদ্ধান্ত নেন টমাস? তাঁর প্রথম পক্ষের স্ত্রী সন্তানধারণে অক্ষম ছিলেন। আর সেই কারণেই নিজেই স্ত্রীর জন্যই গর্ভধারণের সিদ্ধান্ত নিয়েছিলেন টমাস। আর এইভাবেই তিনটি সন্তানের সন্তানের জন্ম দেন টমাস বেটি। 

যদিও প্রথম বিবাহ ভেঙে যাওয়ার পর ২০১৬ সালে আবার বিয়ে করেন টমাস বেটি। তাঁর বেবি বাম্পের ছবি চর্চিত হয়েছিল সারা বিশ্বে। এমনকী একাধিক টেলিভিশন শো-তে এসেও তাঁর কাহিনি তিনি শেয়ার করেছেন। লন্ডনে তাঁর বেবি বাম্প সমেত একটি মূর্তিও স্থাপন করা হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.