কার্যকর হল নির্ভয়ার অপরাধীদের ফাঁসি, মৃত্যুর আগে তাদের শেষ ইচ্ছা কী ছিল জানেন?


Odd বাংলা ডেস্ক: নির্ভয়ার অপরাধীদের ফাঁসি দেওয়ার ঠিক কয়েক মিনিট আগে মুকেশ সিং-এর শেষ ইচ্ছা ছিল সে তার অঙ্গ দান করতে চায়। অন্যদিকে বিনয় শর্মা চেয়েছিল তাঁর আঁকা ছবিগুলি জেল সুপারইন্টেন্ডেন্ট-কে উপহার হিতে এবং তার হনুমান চল্লিশাটি তার পরিবারকে দান করতে। শুক্রবার তিহাড় জেল সূত্রে এমনটাই জানা গিয়েছে। 

তবে জেলের এককর্মকর্তার তরফে জানানো হয়েছে, মুকেশ, পবন, বিনয়, অক্ষয়- এই চার আসামীর কারওরই শেষ ইচ্ছা রেকর্ড করা হয়নি। আর এক কর্মকর্তার কথায় জেলের মধ্যেই ছবি আঁকত বিনয়। আর সেই ছবিগুলিই জেল সুপারকে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল সে। ফাঁসির আগে অপরাধীর শেষ ইচ্ছা জানার প্রথা রয়েছে। 

আসামীদের মৃত্যুদণ্ড কার্যকর করার এক ঘণ্টা আগে পশ্চিম দিল্লি জেলা ম্যাজিস্ট্রেট নেহা বানসল অপরাধীদের সেল-এ যান। জেলের ম্যানুয়াল অনুসারে আসামীদের যাবতীয় নথি এবং তাদের শেষ ইচ্ছা জেল সুপার, জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট -এর উপস্থিতিতে তা প্রত্যয়তি করা হয়ে থাকে। অবশেষে ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটায় নির্ভয়ার অপরাধীদের ফাঁসি কার্যকর হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.