করোনা ভাইরাস এবং সাধারণ ফ্লুয়ের মধ্যে কী কী মিল রয়েছে, গুলিয়ে না ফেলে জেনে নিন এক ঝলকে


Odd বাংলা ডেস্ক: করোনা ভাইরাস নিয়ে যতরকমের তথ্য ছড়াচ্ছে, তার কিছু হয় অর্ধ সত্য, আর না হয় মিথ্যা কিংবা ভুয়ো। এমনটা হতেই পারে যে, আপনার বুঝতে অসুবিধা হতে পারে যে, ইনফ্লুয়েঞ্জা এবং করোনার লক্ষণ তো প্রায় একই রকম। কিন্তু দুটি সম্পূর্ণ আলাদা ভাইরাসের কারণে হয়ে থাকে। তবে এর মধ্যে প্রাথমিক যে যে মিলগুলি দেখা যায় সেগুলি হল- 

আরও পড়ুন- করোনা ভাইরাস এবং সাধারণ ইনফ্লুয়েঞ্জার মধ্যে তফাত অনেক, জেনে নিন বিস্তারিত
  1. শুষ্ক কাশি, পেশীতে ব্যথা, বমি ভাব, ডায়রিয়ার মতো লক্ষণ ফ্লু এবং করোনার ক্ষেত্রে একইরকম।
  2. দুই রোগেই অসুস্থতার মাত্রা তিনটি পর্যায়ে হতে পারে। যেমন- অল্প, গুরুতর এবং মারাত্মক।
  3. দুটি রোগই কাশি, হাঁচি বা কথা বলার সময় মুখ বা নাক থেকে নিঃসৃত ছোট ছোট জলীয় কণা বাতাসে মিশে গিয়ে অন্য মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে।
  4. দুটি ভাইরাসের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির চোখ, নাক, মুখ স্পর্শ করার ফলে এই সংক্রামিত হতে পারে।
  5. উভয় রোগের চিকিৎসা অ্যান্টিবায়োটিক দিয়ে সম্ভব নয়। কারণ অ্যান্টিবায়োটিক কেবল ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের ক্ষেত্রেই কার্যকর, ভাইরাসের ক্ষেত্রে নয়।
  6. দুই রোগের ক্ষেত্রেই আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা বা প্রয়োজনে ভেন্টিলেশনে দেওয়ার প্রয়োজন পড়তে পারে। অবশ্যই রোগের ভয়াবহতা অনুধাবন করে।
  7. সুরক্ষার দুই ক্ষেত্রেই হাত ভালো করে সাবান দিয়ে ধোয়া উচিত। সেক্ষেত্রে অ্যান্টিসেপ্টিক সাবান এবং ৬০ শতাংশ অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া উচিত।
  8. হাঁচি বা কাশির সময় মুখে হাত চাপা দেওয়া এবং টিস্যু ব্যবহার করা
  9. আক্রান্ত ব্যক্তিদের সান্নিধ্য এড়িয়ে চলা উচিত এবং প্রয়োজনে বাড়িতে আইসোলেশনে থাকা উচিত।
  10. দুই ভাইরাসের ক্ষেত্রেই লক্ষণগুলি প্রকট হওয়ার আগেই ইনফ্লুয়েঞ্জা এবং করোনাভাইরাস দুইই ছড়িয়ে পড়তে পারে। যদিও এই বিষয়টি এখনও প্রমাণিত হয়নি।
Blogger দ্বারা পরিচালিত.