একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন বেলেঘাটা আইডি-তে ভর্তি করোনা রোগীরা
Odd বাংলা ডেস্ক: ওষুধে সাড়া দিয়ে একটু একটু করে সেরে উঠছেন কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত রোগীরা। শুক্রবার আইডি হাসপাতালের এক চিকিৎসকের তরফে এমনটাই জানানো হয়েছে। তাঁর কথায়, বেলেঘাটা আইডি-তে করোনার সংক্রমণ নিয়ে যেসব রোগীরা ভর্তি রয়েছেন, তাঁরা সকলেই একটু একটু করে সুস্থতার দিকে এগোচ্ছেন। আরও জানা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনেই তাঁদরে ছাড়া হবে।
প্রসঙ্গত, সারা দেশের বিভিন্ন জায়গা তেকে যখন করোনা সংক্রমণের খবর পাওয়া য়াচ্ছিল, তখনও কলকাতায় কোনও করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি। এরপর কলকাতায় প্রথম করোনাআক্রান্তের খোঁজ মেলে গত ১৭ মার্চ। এক নাটকীয় পরিস্থিত তৈরি করার পর করোনাভাইরাস সংক্রামিত অবস্থায় বেলেঘাটা আইডিতে ভর্তি হন নবান্নের এক আমলার ছেলে। তার পর থেকে হাসপাতালেই রয়েছে সে।
এর পর গত দেড় সপ্তাহে এক এক করে আরও ৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছ কলকাতায়। ইতিমধ্যেই ১ জনের মৃত্যু হয়েছে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে। আর একজন ভর্তি রয়েছে পিয়ারলেস হাসপাতালে।
Post a Comment