হাসপাতালে ভর্তি মুম্বই হামলার মূল চক্রী লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদ
Odd বাংলা ডেস্ক: লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদকে শনিবার পাকিস্তানের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে সিসিইউ বা করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে। জানা গিয়েছে লাহোরের পঞ্জাব ইন্সটিটিউট অব কার্ডিওলজি হাসপাতালে তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। তার অবস্থা এখন স্থিতিশীল হলেও বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন।
মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদ সম্প্রতি সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ জোগানোর অভিযোগে পাক আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল।বিচারে পাঁচ বছরের কারাদণ্ড হয়। জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান সইদকে গত বছর জুলাই মাসে গ্রেফতার করেছিল পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট। এরপর লাহোর থেকে গুজানওয়ালা যাওয়ার পথে গ্রেফতার করা হয় হাফিজ সইদকে।
Post a Comment