করোনা ভাইরাস রুখতে পাঁচ জেলা এবং কয়েকটি শহর সম্পূর্ণ লকডাউন
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস রুখতে বিরাট পদক্ষেপ নিল ওড়িশার নবীন পট্টনায়ক সরকার। এদিন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক টুইট করে জানিয়েছেন, করোনার ভাইরাস সারা বিশ্বে এক বিশাল স্বাস্থ্য সঙ্কট তৈরি করেছে। ওড়িশা রাজ্য সরকার ভাইরাসটির বিস্তার রোধে ২২ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত পাঁচটি জেলা এবং কয়েকটি শহরে জরুরি সেবা বন্ধ রাখার ঘোষণা করেছে।
নবীন পট্টনায়কের সেই টুইট-
କରୋନା ଭୂତାଣୁ ବିଶ୍ୱରେ ବିରାଟ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସଙ୍କଟ ସୃଷ୍ଟି କରିଛି। ଓଡ଼ିଶାରେ ଏହାର ସଂକ୍ରମଣକୁ ରୋକିବାକୁ ପ୍ରାରମ୍ଭିକ ଭାବେ ଆସନ୍ତାକାଲିରୁ ମାର୍ଚ୍ଚ ୨୯ ଯାଏ ୫ଟି ଜିଲ୍ଲା ଓ କିଛି ସହରରେ ଜରୁରୀକାଳୀନ ସେବାକୁ ଛାଡି ପ୍ରାୟ ସମ୍ପୂର୍ଣ ବନ୍ଦ ଘୋଷଣା ହେଉଛି। ଦୃଢତାର ସହ କରୋନା ମୁକାବିଲା ପାଇଁ ସରକାରଙ୍କୁ ସହଯୋଗ କରନ୍ତୁ। #COVID19 pic.twitter.com/y3m9MZaQM8— Naveen Patnaik (@Naveen_Odisha) March 21, 2020
Post a Comment