এ রাজ্যে বাড়ল লকডাউনের সময়সীমা, রাতে প্রধানমন্ত্রীর বার্তার দিকে তাকিয়ে গোটা দেশ
Odd বাংলা ডেস্ক: ভারতবর্ষ এবং পাশাপাশি গোটা বিশ্বে লাফিয়ে বিস্তার লাভ করছে করোনার থাবা। এরই মধ্যে পশ্চিমবঙ্গে আজ প্রথম দিনে লকডাউনের মধ্যেই রাস্তায় ঘুরে বেড়ালো বহু মানুষ। তবে পুলিশ প্রশাসনের তরফে কাউকে বুঝিয়ে আবার কাউকে লাঠিচার্জ করে বাড়ি ঢোকানো হল। সোশ্যাল মিডিয়াতেও উঠে এল একাধিক ছবি যেখানে দেখা গিয়েছে প্রশাসনের নির্দেশের তোয়াক্কা না করেই পথে নামল সাধারণ মানুষ।
Entire West Bengal to be put under lockdown from 5 pm today till 31st March: West Bengal Chief Minister Mamata Banerjee in Nabanna #COVID19 pic.twitter.com/uh5txlAiVI— ANI (@ANI) March 24, 2020
আর এরই মধ্যে রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়ানো হল ৩১ মার্চ পর্যন্ত। তবে লকডাউনের সময়সীমা বাড়ানো হলেও অত্যাবশকীয় পণ্য এবং পরিষেবা এর আওতামুক্ত থাকবে বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যের পরিস্থিতির কথা চিন্তা করেই এই সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
Valuable information on COVID-19 in sign language. #IndiaFightsCorona pic.twitter.com/mLTJRKvv7F— Narendra Modi (@narendramodi) March 23, 2020
অন্যদিকে আজ রাত ৮টায় আরও একবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ কী সিদ্ধান্তের কথা জানাবেন সেই দিকেই তাকিয়ে গোটা দেশ। পাশাপাশি এদিন করোনা ঠেকাতে কী করণীয় সেই বিষয়ে মূক বধিরদের জন্য বিশেষ ভিডিও শেয়ার করেছেন মোদী।
Post a Comment