আজ 'মন কি বাত '-এ মোদী আবার কী বলবেন?
Odd বাংলা ডেস্ক: অল ইন্ডিয়া রেডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মন কি বাত’ প্রোগ্রাম উপস্থাপনা করে থাকেন। সেখানে সম-সমায়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ২০১৪ সাল থেকে নিয়মিত করে আসছেন এই প্রোগ্রাম। যা প্রতি মাসের শেষ রোববার সম্প্রচার হয়। ইতিমধ্যে ৬১টি পর্ব সম্পন্ন করেছেন মোদি। মার্চ মাসের পর্বটি আজ রোববার সম্প্রচার করা হবে। যেখানে বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করা কোভিড-১৯ তথা করোনাভাইরাস নিয়ে কথা বলবেন তিনি।
পাশাপাশি স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও ভারতের করোনা লড়াই নিয়েও কথা বলবেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যারা সামনে রয়েছেন, বিশেষ করে চিকিৎসক, নার্স, পুলিশ ‘মন কি বাত’–এর একটি অংশ তাদেরকে উৎসর্গ করতে পারেন বলেও ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে শনিবার রাতে এক টুইট বার্তায় মোদি বলেছেন, ‘টিউন করুন আগামীকাল বেলা ১১টায়। আগামীকালকের পর্বে কোভিড-১৯ এর উদ্ভুত পরিস্থিতির বিষয়ের উপর জোর দেওয়া হবে।’
Post a Comment