দুটি কন্টেইনার ট্রাকে বোঝাই ৩০০ শ্রমিক! বাড়ি ফেরার তাগিদে ঝুঁকির পরিবহন


Odd বাংলা ডেস্ক: বৃহস্পতিবার তেলেঙ্গানা থেকে রাজস্থানগামী দুটি কন্টেনার, যা আপাতদৃষ্টিতে পণ্য সরবরাহকারী ট্রাক বলেই মনে হবে, কিন্তু কন্টেইনার ট্রাক খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। কন্টেইনার খুলে তারা দেখে  ভিতরে বসে প্রায় ৩০০ অভিবাসী শ্রমিক। পুলিশ জানতে পারেন যে, তারা আদতে রাজস্থানের বাসিন্দা। নিজের ঘরে ফেরার উদ্দেশে তাঁরা এই আত্মঘাতী এবং বিপজ্জনক ভ্রমণের পথ বেছে নিয়েছেন। যেখানে সাতজনের বেশি মানুষকে একসঙ্গে থাকা নিষিদ্ধ সেখানে একসঙ্গে এতগুলি মানুষের একসঙ্গে দেখে কার্যত তাজ্জব পুলিশকর্মীরাও!

করোনাভাইরাস মহামারির কারণে লকডাউনের মাঝে অভিবাসী শ্রমিকদের বাড়ি ফিরে যাওয়ার খবর দেশের বিভিন্ন জায়গা থেক উঠে আসছিল। পুলিশ ও রাজস্ব বিভাগের আধিকারিকদের একটি দল সীমান্তবর্তী জেলায় তেলঙ্গানা থেকে আগসা দুটি কন্টেইনার ট্রাক পরিদর্শন করার জন্য থামিয়েছিল। ট্রাকের মধ্যে কী রয়েছে তা প্রশ্ন করা হলে এর সন্তোষজনক উত্তর দিতে না পারায় তারা ট্রাকের মধ্যে তল্লাশি চালায়। 

এর পরই দুটি কন্টেইনারের মধ্যে তারা প্রায় ৩০০জন অভিবাসী শ্রমিকদের খুঁজে পান। তাদের মধ্যে অনেকই বলেছিল যেস তারা নিজের রাজ্য রাজস্থানে ফিরে যেতে চেয়েছিল এবং অন্য কোনও পরিবহণের উপায় খুঁজে না পেয়ে এই পথ বেছে নিয়েছিল। ট্রাকগুলির চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। কর্মহীন শ্রমিকদের কীভাবে মোকাবেলা করা যায় সে সম্পর্কে কোনও উত্তর নেই তাঁদের কাছে। 
Blogger দ্বারা পরিচালিত.