করোনা আক্রান্ত হয়ে কাশ্মীরে মৃত্যু একজনের, ইন্দোনেশিয়ানদের সঙ্গে যোগ দিয়েছিলেন ধর্মসভায়
Odd বাংলা ডেস্ক: বৃহস্পতিবার সকালে শ্রীনগরের ডালগেটের চেস্ট ডিজিজ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে খবর। কাশ্মীরে এই প্রথম করোনায় আক্রান্ত মৃত্যু হল একজনের। মৃত ব্যক্তির বয়স ৬৫ বছর।
সূত্রের খবর, ওই ব্যক্তি আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং ওবেসিটিতে আক্রান্ত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, তাদের সবরকম চেষ্টা সত্ত্বেও করোনাভাইরাস আক্রান্ত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সূত্রের খবর, এই রোগী হায়দারপোড়া শ্রীনগরের বাসিন্দা (মূলত সোপোরের বাসিন্দা), যিনি সম্প্রতি নয়াদিল্লি এবং উত্তরপ্রদেশ হয়ে জম্মু থেকে ফিরে এসেছিলেন। সেখানে তাবলিঘি জামাত- ধর্মসভায় অংশ নিয়েছিলেন। আর সেই ধর্মসভায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার থেকে আগত ব্যক্তিরা অংশ নিয়েছিলেন বলে খবর।
কাশ্মীর উপত্যকায় বর্তমানে আটজনের শরীরে করোনভাইরাস-এর উপস্থিতি নিশ্চিত করা গিয়েছে। চলতি মাসের গোড়ার দিকে জম্মু ও কাশ্মীরে তিনজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১১।
Post a Comment