লকডাউনের মধ্যে অন্য ছবি, দিল্লি বাস স্ট্যান্ডে হাজার হাজার অভিবাসী শ্রমিকের ভিড়!


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের জেরে সারা দেশে গত ২৪ মার্চ লকডাউন ঘোষণা করা হয়েছে, ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহামারি রুখতে লকডাউনকেই একমাত্র পথ বলেছিলেন প্রধানমন্ত্রী। যার জেরে সারা দেশে যেখানে নুন্যতম দুজন মানুষের মধ্যে ১ মিটারের দূরত্ব বজায় রাখা উচিত সেখানে দিল্লির আনন্দ বিহার বাস টার্মিনার্সে জমায়েত হল প্রায় কয়েক হাজার অভিবাসী শ্রমিক!

পুরুষ-মহিলা-শিশু নির্বিশেষে অগণিত মানুষ তাদের মালপত্র সঙ্গে নিয়ে আনন্দ বিহার বাস টার্মিনার্সের সামনে প্রায় ৩ কিলোমিটার রাস্তা লাইন দিয়ে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। লকডাউন পরিস্থিতিতে কাজের সূত্রে বিভিন্ন রাজ্য থেকে আগত শ্রমিকরা আটকে পড়েছিলেন। সম্ভবত তারা বাস ধরে নিজের নিজের রাজ্যে ফিরতে চাইছিলেন। 
কিন্তু এই সুবিশাল জনসমাবেশ যে কতখানি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে তা কল্পনাতীত। তবে এই বিষয়ে পুলিশ প্রশাসন কেন কোনও ভুমিকা পালন করেনি, তা নিয়েও উঠছে প্রশ্ন।
Blogger দ্বারা পরিচালিত.