করোনা: দেশের মানুষকে থালা-বাসন বাজাতে বললেন মোদী


Odd বাংলা ডেস্ক: করোনা নিয়ে গোটা পৃথিবী এখন চিন্তিত। এরই মাঝে বৃহস্পতিবার রাতে দেশের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন মোদী। দেশের মানুষকে তিনি এই করোনা রোধে বেশ কিছু অনুরোধ করেছেন। কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল রবিবার সন্ধ্যাবেলায় নিজের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে থালা-বাটি বাজিয়ে যাঁরা করোনার সঙ্গে প্রতি মূহুর্তে লড়াই করছেন, তাদের শ্রদ্ধা জানাতে বলেছেন তিনি।  এবং এভাবেই  তাঁদের শ্রদ্ধা জানানো যাবে বলে তাঁর দাবি। এদিন তাঁর বক্তব্যের মূল বিষয়ের দিকে একবার চোখ দেওয়া যাক। তিনি বলেছেন-
এটা আপনাদের আশীর্বাদের ক্ষমতা, আমরা সবাই মিলে নির্ধারিত লক্ষ্যে এগিয়ে চলেছি আপনাদের কাছে যখনই কিছু চেয়েছি, আপনারা নিরাশ করেননি ফলে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকা প্রয়োজন করোনা থেকে সহজে মুক্তি পাওয়া যাবে, এমন ভাবনা ঠিক নয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ পরিস্থিতি • আমাদের সবার উচিত সতর্ক থাকা, আপনারা এ দিক সে দিক ঘুরে বেড়াবেন, আর করোনা থেকে বাঁচবেন, এটা সম্ভব নয় • আজ আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমরা নিজেরা সংক্রামিত হওয়া থেকে বাঁচব, অন্যদেরও বাঁচাব • এর জন্য দেশবাসীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ • বহু মানুষকে আইসোলেশনে রেখে পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে • এই পরিস্থিতিতে সবার দুশ্চিন্তা বেড়ে যাওয়া স্বাভাবিক • করোনা মহামারি থেকে বাঁচতে এমন কোনও নিশ্চিত ওষুধ তৈরি হয়নি, কোনও টিকা তৈরি হয়নি • আপনাদের আগামী কয়েক সপ্তাহ আমি চাই • আজ ১৩০ কোটি দেশবাসীর কাছে কিছু চাইতে এসেছি • এটা আপনাদের আশীর্বাদের ক্ষমতা, আমরা সবাই মিলে নির্ধারিত লক্ষ্যে এগিয়ে চলেছি • আপনাদের কাছে যখনই কিছু চেয়েছি, আপনারা নিরাশ করেননি • ফলে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকা প্রয়োজন • করোনা থেকে সহজে মুক্তি পাওয়া যাবে, এমন ভাবনা ঠিক নয় • দু’টি বিশ্বযুদ্ধেও এত দেশ জড়িয়ে পড়েনি • আপনারা এটাও করতে পারেন, প্রতি দিন ১০ জনকে ফোন করে বলুন • সবাইকে অনুরোধ করব, আজ থেকে রবিবার পর্যন্ত এই জনতা কার্ফুর খবর ছড়িয়ে দিন • সাধারণ নাগরিক ঘর থেকে বেরোবেন না • সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত কার্ফু পালন করুন • রবিবার জনতা কার্ফু করুন, ঘর থেকে বেরোবেন না, সবাই ঘরে থাকুন • সেটা হল জনতা কার্ফু, জনতার মাধ্যমে, জনতার দ্বারা কার্ফু হোক • এই সময়ে আরও একটা জিনিস চাইব • যুদ্ধ না হলেও এক দিন, দু’দিন ‘ব্ল্যাকআউট’ করা হত পরীক্ষামূলক ভাবে • যুদ্ধের সময় গ্রামে গ্রামে অন্ধকার করে দেওয়া হত, বন্দরের আলো নিভিয়ে দেওয়া হত • ৬০ বছরের বেশি বয়সের প্রবীণরা ঘর থেকে বেরবেন না • কিন্তু বাকি দেশবাসী ঘরে থাকার চেষ্টা করুন • সরকারি সেবায় যুক্ত যাঁরা, সংবাদ মাধ্যমের কর্মীদের সক্রিয়তা প্রয়োজনীয় • আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত জরুরি কাজ থাকলে, তবেই ঘর থেকে বেরোন
Blogger দ্বারা পরিচালিত.