করোনা নিয়ে আবার ট্যুইট করলেন মোদী, কী লিখলেন জানুন
Odd বাংলা ডেস্ক: করোনায় অনেকেই আতঙ্কিত হয়ে শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন। অনেকেই এমন আছেন যাঁরা হয়তো বড় শহরে কাজ করতে এসেছিলেন । কিন্তু এই করোনার আতঙ্কে আতঙ্কিত হয়ে নিজ গ্রামে ফিরে যাচ্ছেন এরকম অবস্থায় প্রধানমন্ত্রী করলেন একটি ট্যুইট। তাতে তিনি বলেছেন আপনাদের এই ভুল কাজের কারণে আপনার কাছের মানুষগুলোও আক্রান্ত হতে পারে। তাই যে যেখানে আছেন, সেখানেই থাকুন। অকারণে ট্রেনে বাসে সফর এড়িয়ে চলায় ভালো বলছেন মোদী।
कोरोना के भय से मेरे बहुत से भाई-बहन जहां रोजी-रोटी कमाते हैं, उन शहरों को छोड़कर अपने गांवों की ओर लौट रहे हैं। भीड़भाड़ में यात्रा करने से इसके फैलने का खतरा बढ़ता है। आप जहां जा रहे हैं, वहां भी यह लोगों के लिए खतरा बनेगा। आपके गांव और परिवार की मुश्किलें भी बढ़ाएगा।— Narendra Modi (@narendramodi) March 21, 2020
Post a Comment