সুখবর, রাজ্যে মহিলাদের জন্য 'মহিলা-বান্ধব' মদের দোকান খুলতে চলেছে সরকার!
Odd বাংলা ডেস্ক: যখনও কোনও মহিলা কোনও মদের দোকানে যান তখনই বাকিরা তাঁর দিকে বাঁকা চোখেই তাকান। ২০২০ সালে দাঁড়িয়েও পুরুষরা ভাবেন মদ্যপান কেবল পুরুষের অধিকারের মধ্যেই পড়ে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই সংজ্ঞা অনেকখানিই বদলেছে। তবে আজও যেন পুরুষরা সেই সত্যি মেনে নিতে পারেন না।
তবে এবার কমল নাথের নেতৃত্বে মধ্যপ্রদেশ সরকার নিয়ে আসতে চলেছে মহিলাদের জন্য বিশেষ মদের দোকান। মধ্যপ্রদেশের একাধিক শহরে চালু হতে চলেছে মহিলদের জন্য বিশেষ কিছু মদের দোকান, যেখান থেকে মহিলারা মদ কেনার জন্য এতটুকুও অস্বস্তি বোধ করবেন না। জানা গিয়েছে, রাজ্য সরকার ভোপাল এবং ইন্দোরে দুটি এবং জবলপুর এবং গোয়ালিয়রে একটি করে দোকান স্থাপন করবে যা রাজ্যের 'মহিলাদের' জন্য বিশেষভাবে উন্মুক্ত থাকবে।
এই 'মহিলা-বান্ধব' মদের দোকানগুলি মল বা বাজারের এলাকায় খোলা হবে। এই লিকার শপগুলি বিভিন্ন মদ এবং ব্র্যান্ডেড হুইস্কি বিক্রি করবে যা অ্যালকোহলিক মহিলা গ্রাহকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তবে রাজ্যের তালিকায় নিবন্ধিত নয় এমন স্থানীয় ব্র্যান্ডগুলি স্টোরে কোনও জায়গা পাবে না।
Post a Comment