আপনি কি ATM কার্ড ব্যবহার করেন? তাহলে অবশ্যই জানুন
Odd বাংলা ডেস্ক: ডেবিট ও ক্রেডিট কার্ড এখন অধিকাংশ মানুষই ব্যবহার করে থাকেন ৷ আপনিও যদি ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করেন তাহলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ ১৬ মার্চের মধ্যে আপনি যদি অনলাইন বা Contact less Card লেনদেন না করে থাকেন তাহলে আপনার কার্ডের এই সুবিধা বন্ধ করে দেওয়া হবে ৷ এই পরিষেবা বন্ধ করতে না চাইলে ১৬ মার্চের মধ্যে কমপক্ষে একবার কার্ডটি ব্যবহার করে নিন ৷ এছাড়াও ব্যাঙ্কিং পরিষেবা সংক্রান্ত একাধিক নিয়ম বদলাতে চলেছে ৷ এর জেরে এবার থেকে ২৪x৭ যে কোনও সময় আপনার কার্ড অন/অফ করতে পারবেন ৷ পাশাপাশি বদলাতে পারবেন লেনদেনের লিমিট ৷ আরবিআই-এর তরফে ব্যাঙ্কদের নির্দেশ দেওয়া হয়েছে যে কার্ড ইস্যু বা রিইস্যু করার সময় দেশের এটিএম ও পিওএস টার্মিনালে কেবল ডোমেস্টিক কার্ডের মাধ্যমে লেনদেনের অনুমতি দিতে হবে ৷ অথার্ৎ এবার থেকে যে ব্যক্তিরা বিদেশে যাতায়াত করেন না তাদের ব্যাঙ্ক কার্ডে ওভারসিজ সুবিধা আরও মিলবে না ৷
এবার থেকে ব্যাঙ্কে আবেদন জানালেই এই পরিষেবা চালু করা হবে ৷ বর্তমানে বিনা অনুমোদন ছাড়াই ব্যাঙ্ক এই পরিষেবা চালু করে দিত ৷ এর পাশাপাশি ২৪x৭ যে কোনও সময় কার্ড অন/অফ করার সুবিধা মিলবে ৷ পাশাপাশি বদলাতে পারবেন লেনদেনের লিমিট ৷ এর জন্য মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিং বা এটিএম বা আইবিআরের সাহায্যে নিতে পারবেন ৷ নতুন নিয়ম প্রিপেড গিফ্ট কার্ড বা মেট্রো কার্ডে লাগু করা হবে না ৷ নতুন টেকনোলজির সাহায্যে কার্ড হোল্ডারদের লেনদেনের জন্য সোয়াইপ করার দরকার পড়বে না ৷ POS মেশিনে কার্ড দিলে পেমেন্ট হয়ে যায় ৷ কনট্যাক্টলেস ক্রেডিট কার্ডে দুটি ভাবে ব্যবহার করা যেতে পারে ৷ Near Field Communication ও Radio Frequency Identification ৷ এই মাধ্যমে কার্ড মেশিনের কাছাকাছি আনলেই পেমেন্ট নিজে থেকে হয়ে যাবে ৷ মেশিনের ২ থেকে ৫ সেন্টিমিটারের দূরত্বেও কার্ড রাখলে পেমেন্ট হয়ে যাবে ৷ এই কার্ডটি কোনও মেশিনে সোয়াইপ করতে হবে না ৷ না তো কোনও পিন বা ওটিপি দিতে হবে না ৷ কনট্যাক্টলেস পেমেন্টের জন্য অধিকতম সীমা ২০০০ টাকা রাখা হয়েছে ৷ একদিনে ৫টি কনট্যাক্টলেস লেনদেন করা যেতে পারে ৷ এর থেকে অঙ্কের লেনদেন করলে ওটিপি বা পিন দিতে হবে ৷
Post a Comment