করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই জন্ম, তাই সদ্যোজাতর নাম রাখা হল 'করোনা'!


Odd বাংলা ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই পৃথিবীর আলো দেখল এক সদ্যোজাত, আর সেই কারণে সদ্যোজাত শিশুর নাম রাখা হল করোনা! রবিবার প্রধানমন্ত্রীর আবেদনে ডাকা জনতা কারফিউ কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে উত্তরপ্রদেশের গোরক্ষপুর শহরের একটি সরকারি মহিলা হাসপাতালে জন্ম হয় ওই শিশু কন্যার।

সদ্যোজাত শিশুটির নামকরণ যে বাস্তবিকভাবেই ন্যায়সঙ্গত, তা বলেন শিশুটির কাকা। তাঁর কথায়, যে করোনা ভাইরাস বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করেছে, যে করোনা ভাইরাসের বিরুদ্ধে একজোটে লড়াই করছে সারা দেশবাসী তার নামেই শিশুটির নামকরণ খুবই যুক্তিসঙ্গত। তিনি আরও বলেন যে, ভাইরাসটি নিঃসন্দেহে বিপজ্জনক। এবং ভাইরাসটি এযাবত বহু মানুষেরই প্রাণ কেড়েছে। তবে এই ভাইরাস কিন্তু মানুষের মধ্যে অনেক ভাল অভ্যেসও গড়ে তুলতে সাহায্য করেছে। আর এই শিশুটি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য সাধারণ মানুষের কাছে ঐক্যের প্রতীক হবে বলেও মন্তব্য করেন তিনি। 


শিশু কন্যাটির জন্মের পর তার মা-বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা একসঙ্গে মিলিত সিদ্ধান্ত নিয়ে নবজাতকের নামকরণ করেছেন। পাশাপাশি পরিবারের তরফে আরও বার্তা দেওয়া হয়েছে, করোনা ভাইরাস নিয়ে মানুষ যেন আতঙ্কিত না হন এবং সরকারের তরফে জারি করা নির্দেশিকা যেন মানুষ মেনে চলেন সেই কথাও বলা হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.