'আমাদের ফাঁসি দিলে যদি রেপ বন্ধ হয় তাহলে দিন, কিন্তু ধর্ষণ কমবে না', তিহাড় থেকে বিস্ফোরক বিনয় শর্মা


Odd বাংলা ডেস্ক: নির্ভয়ার গণধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত অপরাধীদের ফাঁসির সাজা অনেকদিন আগেই শুনিয়েছে শীর্ঘ আদালত। আর তার পর থেকে ফাঁসি রুখতে একের পর এক পন্থা অবলম্বন করে গিয়েছে অপরাধীরা। এইভাবে নিজেদের বাঁচাতে আদালতের সামনে একের পর এক আবেদনের জেরে প্রায় তিন মাস পিছিয়ে গিয়েছে তাদের ফাঁসির আদেশ। পরিবর্তে আদালতের কাছ থেকে মিলেছে তারিখের পর তারিখ। 

সব পদ্ধতি অবলম্বন করার পরেও দমে যায়নি অপরাধীরা। এদিন তিহাড় জেলের মধ্যে এক বিস্ফোরক মন্তব্য করে বসে নির্ভয়ার অন্যতম অপরাধী বিনয় শর্মা। এদিন সে বলে, তাদের ফাঁসি দিলে যদি দেশে ধর্ষণ বন্ধ হয় তাহলে তাই করা হোক। এখানেই শেষ নয়, সে আরও জানায় যে, তাদের ফাঁসি দিলেই কিন্তু দেশে ধর্ষণ কমবে না। 

আদালতের শেষ নির্দেশ অনুসারে, আগামীকাল ২০ মার্চ সকাল সাড়ে পাঁচটায় ফাঁসি দেওয়ার কথা। যদিও তার আগেও নিজেদের বাঁচাতে কোনও উপায়ই আর বাকি রাখছে না নির্ভয়ার দোষীরা। প্রসঙ্গত, চার অপরাধীর মধ্যে একমাত্র অক্ষয়ের পরিবারের লোক তার সঙ্গে দেখা করতে আসেনি। তবে বৃহস্পতিবার যদি তার পরিবারের লোক আসে, তাহলে তাদের সঙ্গে অক্ষয়ের দেখা করার অনুমতী দেওয়া হবে। 
Blogger দ্বারা পরিচালিত.