ফাঁসি পিছোনোর নতুন পন্থা, 'ধর্ষণের দিন দিল্লিতে ছিলাম না' দাবি নির্ভয়ার ধর্ষকের


Odd বাংলা ডেস্ক: হাতে মাত্র আর ৩ দিন। তারপরই ফাঁসি হওয়ার কথা দিল্লির নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের তিন অপরাধীর। ফাঁসি পিছোনোর জন্য তারা কোনও চেষ্টাই বাদ রাখছে না। আর এবার নির্ভয়ার এক অপরাধী দিল্লির একটি আদালতে একটি পিটিশান দায়ের করেছে, যেখানে সে বলেছে অপরাধের দিন সে দিল্লিতেই ছিল না। 

আগামী ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটায় নির্ধারিত ফাঁসির রায় স্থগিতের আরজি জানিয়ে অপরাধী মুকেশ সিং-এর আইনজীবি এমএল শর্মা এই পিটিশান দায়ের করেছে। তবে এই আবেদনে আদালত তার রায় আপাতত সংরক্ষিত রেখেছে। রায় পরে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। 

আরও পড়ুন- ফাঁসি পিছিয়ে দিতে নয়া নাটক, এবার আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ নির্ভয়ার অপরাধীরা

প্রসঙ্গত এর আগে সোমবার নির্ভয়ার তিন অপরাধী পবন গুপ্তা, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুর ফাঁসি পিছোনোর আবেদন জানিয়ে আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয়েছে। তার আগে অবশ্য সুপ্রিম কোর্ট মুকেশ সিংকে জানিয়েছিল তার আর কোনও আইনি সাহায্য অবশিষ্ট নেই। সেই কারণেই তার নতুন করে কিউরেটিভ পিটিশনের আর্জি খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।
Blogger দ্বারা পরিচালিত.