চারিদিকে কেবল একটাই প্রশ্ন, তাহলে কি আদৌ ফাঁসি হবে নির্ভয়ার অপরাধীদের?
Odd বাংলা ডেস্ক: তিন-তিনবার ফাঁসির আদেশ হয়েও তা স্থগিত রাখা হয় দিল্লির আদালতের তরফে। ২০১২ সালে দিল্লির নির্ভয়া কাণ্ডের পর কেটে গিয়েছে প্রায় ৮ বছর। আট বছর পর যখন মামলাটি একটু একটু করে নিস্পত্তির পথে এগোচ্ছিল তখনই একটু একটু করে আশায় বুক বাঁধছিল নির্ভয়ার পরিবার। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি একটাই প্রশ্ন তুলে দিয়েছে আর তা হল আদৌ কি ফাঁসি হবে নির্ভয়ার অপরাধীদের।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নির্ভয়া মামলার অন্যতম অপরাধী পবনকুমার গুপ্তার প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেন। তবে এই প্রসঙ্গে নির্ভয়ার বাবা বদ্রীনাথ জনিয়েছেন, এরপর পবনকুমার গুপ্তার হাতে আর একটাই পথ খোলা রয়েছে, তা হল রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়া। বাকি অপরাধীরা ঠিক যেমনটা করেছে! তবে তিনি এবং তাঁর পরিবার এই বিষয়ে চরম আত্মবিশ্বাসী যে দোষীরা অবশ্যই শাস্তি পাবে। নির্ভয়ার বাবা এই নিয়েও আশাবাদী যে, এই মাসের মধ্যেই অপরাধীদের ফাঁসি হবে।
Post a Comment