ভারতে কি গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে? কী বলছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর


Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে সোমবার বলা হয় যে, ভারত করোনাভাইরাস এখনও গোষ্ঠী সংক্রমণের দিকে এগোয়নি। এপ্রসঙ্গে সোমবার স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। 

তিনি আরও জানিয়েছেন, বিশ্বের উন্নত দেশগুলির মতো পরিস্থিতি এখনও ভারতে হয়নি। ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া একশো থেকে হাজারে পৌঁছতে ১২ দিন সময় লেগেছিল। 

তিনি আরও ব্যখ্যা করেন যে, 'সম্প্রদায়' শব্দটি এক্ষেত্রে 'সীমাবদ্ধ ক্ষেত্রে' ব্যবহার করা হয়েছে। এই বিষয়ে তিনি আরও বলেন, 'আমাদের এই টার্মটি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দেশ এখনও স্থানীয় ট্রান্সমিশনের মধ্যে রয়ছে।' 

অন্যদিকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার এই বিষয়ে ভিন্ন মত রয়েছে। তাঁর কথায়, ইতিমধ্যেই দেশে এমন অনেক মানুষের শরীরে করোনাভাইরাস সংক্রামিত হয়েছে যাদের বিদেশ যাওয়ার কোনও ইতিহাস নেই। সেক্ষেত্রে দেশে কিছুটা হলেও কমিউনিটি ট্রান্সমিশন রয়েছে বলেই দাবি তাঁর। 
Blogger দ্বারা পরিচালিত.