নারী দিবস উপলক্ষে ৮ মার্চ মহিলাদের বিনামূল্যে প্রবেশের সুযোগ মিলবে এইসব দর্শনীয় স্থানে


Odd বাংলা ডেস্ক: আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তরফে নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ। ৮ মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষ্যে এএসআই দ্বারা সুরক্ষিত স্মৃতিস্তম্ভগুলি মহিলা দর্শকদের জন্য বিনামূল্যে প্রবেশাধিকার দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম তাজমহল। 

আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, এএসআই দ্বারা নিয়ন্ত্রিত ভারতের সমস্ত স্মৃতিসৌধগুলিতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সকল আগত মহিলাদের বিনামূল্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে। লাগবে না কোনও টিকিট। 


কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল অবশ্য জানিয়েচেন, যদিও প্রতিবছর ৮মার্চ তারিখটি আন্তর্জাতিক মহিলা দিবস হিসাবে পালিত হয়ে থাকে, তবে ভারতে মহিলাদের 'দেবী' রূপে সম্মান করাই এদেশের ঐতিহ্য।' তবে নারী দিবস উপলক্ষ্যে লালকেল্লা, কুতুব মিনার, হুমায়ুনের সমাধি, তাজমহল, কোনারকের সূর্য মন্দির, মামল্লাপুরম, অজন্তা-ইলোরার গুহাগুলি, খাজুরাহ স্মৃতিসৌধ মহিলাদের নিখরচায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।

Blogger দ্বারা পরিচালিত.