এখনও পর্যন্ত কেউ করোনা পজিটিভ নেই এই রাজ্যে, তবুও মোকাবিলায় প্রস্তুত তারা


Odd বাংলা ডেস্ক: দেশের হাতে গোনা কয়েকটি রাজ্যে যেখানে এখনও করোনা জাল বিস্তার করেনি তার মধ্যে অন্যতম হল অসম। অসমে এখনও পর্যন্ত একজনেরও শরীরে করোনা আক্রান্তের খবর মেলেনি, যা নিঃসন্দেহে একটা স্বস্তির খবর। কিন্তু তা সত্ত্বেও আগে থেকেই করোনা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে অসমের স্বাস্থ্য দফতর। সেরাজ্যে যেকোনওরকম স্বাস্থ্য সংকটের প্রস্তুতি নিতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। 

বৃহস্পতিবার, গুয়াহাটির একটি স্টেডিয়ামে কোয়ারেন্টাইন পরিষেবাযুক্ত ১০০০ শয্যা তৈরির কাজ শুরু করার পরিকল্পনা করা হয়েছে। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, সওসাজাই স্টেডিয়ামে এই স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করা হবে। এখানে খাদ্য, থাকার ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনে অন্যান্য সুযোগ-সুবিধাও সরকারের তরফে প্রদান করা হবে। স্বাস্থ্য মন্ত্রী আরও জানান যে, প্রয়োজনে নেহেরু স্টেডিয়ামে ১০০০ শয্যা বিশিষ্ট কোয়ারেন্টাইন পরিষেবার বন্দোবস্ত করা হবে। 


প্রাথমিকভাবে, এই সুবিধাটি রাজ্যের প্রায় ৭০০ জন বাসিন্দার জন্য ব্যবহার করা হবে যারা ভিনরাজ্য থেকে ফিরে এসেছে তবে লকডাউনের কারণে আন্তঃরাজ্য সীমান্তে আটকে পড়েছে। এদের বিশেষ বাসে করে গুয়াহাটিতে আনা হবে এবং কমপক্ষে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে। 
Blogger দ্বারা পরিচালিত.