করোনা মহামারির মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া


Odd বাংলা ডেস্ক: সারা বিশ্ব লড়ছে করোনাভাইরাসের বিরুদ্ধে। আর ‘করোনামুক্ত’ উত্তর কোরিয়া এই সময় চালালো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। রবিবার দুটি ছোট পরিসরের ব্যালিস্টিক মিসা্ইল ছুড়েছে তারা জাপান সাগরের দিকে। উনসানের বন্দরনগরী থেকে জাপান সাগরের দিকে ছোড়া হয় দুটি ক্ষেপণাস্ত্র, যা সর্বোচ্চ ৩০ কিলোমিটার উচ্চতা দিয়ে ২৩০ কিলোমিটার অতিক্রম করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। করোনার সংকটময় পরিস্থিতিতে এ ধরনের পরীক্ষা চালানোয় ‍উদ্বেগ প্রকাশ করেছে তারা, ‘কোভিড-১৯ মহামারির কারণে পুরো বিশ্ব যখন কঠিন সময় পার করছে তখন উত্তর কোরিয়ার এ ধরনের সামরিক মহড়া একেবারেই অযৌক্তিক।’ টোকিওর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ব্যালিস্টিক মিসাইল ধরনের কোনো বস্তু জাপানি জলসীমা কিংবা দেশের অর্থনৈতিক অঞ্চল অতিক্রম করেনি। সারা বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে প্রায় ৭ লাখ মানুষ করোনায় আক্রান্ত হলেও উত্তর কোরিয়ায় এটি সংক্রমণের খবর এখনও মেলেনি। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, কঠোর হাতে তারা নিয়ন্ত্রণ করছে করোনাকে।
Blogger দ্বারা পরিচালিত.