এবার সারমেয়ই গন্ধ শুঁকে চিহ্নিত করবে করোনা আক্রান্তকে!


Odd বাংলা ডেস্ক: ঘ্রাণ শুঁকে কভিড-১৯ সনাক্তে কুকুর কোনোভাবে সহযোগিতা করতে পারে কিনা, সেটি নিয়ে গবেষণা শুরু করছেন বিজ্ঞানীরা। বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরদের নিয়ে কাজটি করবেন লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন (এলএসএইচটিএম) ও নর্থইস্ট ইংল্যান্ডের একদল বিজ্ঞানী। মূলত ঘ্রাণ শুঁকে কুকুরের ম্যালেরিয়া সনাক্তের সক্ষমতার কথা মাথায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি রোগের আলাদা গন্ধ থাকার যে ধারণা, সেটিও বিবেচনায় নেয়া হয়েছে। মেডিকেল ডিটেকশন ডগসের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা ক্লেয়ার গেস্ট বলেন, নীতিগতভাবে আমরা নিশ্চিত যে কুকুর কভিড-১৯ সনাক্ত করতে সক্ষম। 


এখন আমরা দেখতে চাইছি কতটা নিরাপদে আমরা রোগীর শরীর থেকে ভাইরাসের গন্ধ নিয়ে কুকুরদের দিয়ে পরীক্ষা করাতে পারি। কাউকে আদৌ পরীক্ষা করার প্রয়োজন আছে কিনা সেটিও কুকুরের মাধ্যমে নির্ণয় করতে চান তারা। মাত্র ছয় সপ্তাহের প্রশিক্ষণে কুকুরকে করোনাআক্রান্ত রোগী সনাক্ত করতে সক্ষম করে তোলা সম্ভব বলে দাবি করছেন তারা। পাশাপাশি এসব কুকুর শরীরে উপসর্গ প্রকাশ পায়নি এমন রোগীকেও ঘ্রাণ শুঁকে সনাক্ত করতে পারবে বলে জানিয়েছেন ড. ক্লেয়ার।
Blogger দ্বারা পরিচালিত.