শুধু আমেরিকাতেই মৃতের সংখ্যা ২০০০ ছাড়ালো


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে পৃথিবীর সবেচেয়ে ক্ষমতাধর দেশ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত সর্বমোট ২ হাজার ১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। দেশটির স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, আক্রান্তের দিক থেকে দেশটি চীন ও ইতালিকেও ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে মৃত্যু হয়েছে এক হাজার ৭০৬ জনের। তবে মৃত্যুর দিক দিয়ে এগিয়ে রয়েছে ইউরোপের দেশ ইতালি। কোভিড-১৯ নামে পরিচিত এই ভাইরাসটি গেল বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে আত্মপ্রকাশ করে। এরপর থেকে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। এ পর্যন্ত ভাইরাসটি বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে ৬ লাখ ৫৭ হাজার ৪৩৪ জন। মারা গেছে ৩০ হাজার ৪২৮ জন। সেরে উঠেছে ১ লাখ ৪১ হাজার ৪১৯ জন।
Blogger দ্বারা পরিচালিত.