সারা দেশে এই প্রথম, করোনা চিকিৎসায় ১৫ দিনে দুটি হাসপাতাল তৈরি হবে ওড়িশায়
Odd বাংলা ডেস্ক: দেশের মধ্যে প্রথম উদ্যোগ নিল ওড়িশা। আগামী ১৫ দিনের মধ্যে ওড়িশার ভুবনেশ্বরে দুটি ১০০০ বেডের হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিল ওড়িশার নবীন পট্টনায়ক সরকার। জানা গিয়েছে, এই দুই হাসপাতালে কেবল করোনা আক্রান্ত রোগীদেরই চিকিৎসা প্রদান করা হবে। যার ফলে মনে করা হচ্ছে, রাজ্যের অন্যান্য হাসপাতালের ওপর চাপ অনেকটা হলেও কম হবে।
প্রসঙ্গত, সারা দেশে ওড়িশাই প্রথম যেখানে এমন হাসপাতাল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এদিন কেন্দ্রের তরফেও বলা হয়েছে, সারা দেশের প্রতিটি রাজ্যে করোনা চিকিৎসার জন্য বিশেষ হাসপাতাল তৈরি করা হবে। যেখানে পাওয়া যাবে উন্নত পরিষেবাও। প্রসঙ্গত, ইতিমধ্যেই ১৭টি রাজ্যে হাসপাতাল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।
Post a Comment