হিন্দু ধর্মে সকল মন্ত্র কেন ওম দিয়ে শুরু হয়?


Odd বাংলা ডেস্ক: হিন্দু সনাতন ধর্মের যে কোনও পুজো করার সময় মন্ত্র উচ্চারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মন্ত্র ছাড়া পুজো পাঠ অসম্পূর্ণ থেকে যায়। আর আমাদের হিন্দু ধর্মের সমস্ত মত উচ্চারিত হয় ওম শব্দ দিয়েই, কিন্তু কেন? কথিত আছে ওম শব্দটি তিনটি মাত্রা যুক্ত অর্থাত্ অ,উ, ম, অকার হল আপত্তি বা আদিত্য অর্থাত্ প্রারম্ভের প্রতীক, উ কার কথার অর্থ হচ্ছে উত্কর্ষ বা অভেদত্ত প্রতীক, মক্কার অর্থাত্ লয়ের প্রতীক, তা হলে ব্যাখ্যা অনুযায়ী সৃষ্টি স্মৃতি ও প্রলয় সংগঠন কারী ঈশ্বরের প্রতীক হল ওম। যদিও স্বামী বিবেকানন্দের মতে সারা বিশ্বব্রহ্মাণ্ডের ও ঈশ্বরের প্রতীক হল ওম শব্দও, তাই হিন্দু শাস্ত্রে কথিত আছে এই মন্ত্রের কাজ মনকে চাঙ্গা করে দেওয়া এবং সুস্থ করে তোলা। তবে সনাতন ধর্মমতে এই উচ্চারণের মধ্য দিয়ে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতাকে একত্র করা হয় তাই ওম মন্ত্র উচ্চারণ করা হয়।
Blogger দ্বারা পরিচালিত.