'আমাদের গোটা ব্যবস্থাই অপরাধীদের সাহায্য করে', তৃতীয়বার ফাঁসির আদেশ স্থগিতের পর বললেন নির্ভয়ার মা
Odd বাংলা ডেস্ক: ২০১২ সালের ডিসেম্বরে রাজধানীর বুকে চারজন অপরাধীর দ্বারা গণধর্ষণের শিকার হন নির্ভয়া। এই নিয়ে তিন-তিনবার ফাঁসির আদেশ স্থগিত রাখল আদালত। এমনিতেই আট বছরের পুরনো মামলার নিস্পত্তিতে আশার আলো দেখেছিলেন নির্ভয়ার পরিবার। কিন্তু আজকে এই নিয়ে তিনবার আদালত যখন নির্ভয়ার খুনিদের ফাঁসির স্থগিতাদেশ জানাল তখন আরও একবার ভেঙে পড়লেন নির্ভয়ার মা আশা দেবী।
এদিন গণমাধ্যমের কাছে নির্ভয়ার মা জানান, এই মামলায় চার আসামীর ফাঁসি বিলম্বিত হওয়ার নেপথ্যে রয়েছে আইনি ব্যবস্থা আর সরকারের ব্যর্থতা রয়েছে। তিনি আরও বলেন, 'কেন আদালত দোষীদের ফাঁসি দেওয়ার জন্য আদেশ কার্যকর করতে এত সময় নিচ্ছে? মৃত্যুদণ্ড কার্যকর করার স্থগিতাদেশ বারবার আমাদের সিস্টেমের ব্যর্থতাকে তুলে ধরে। আমাদের পুরো ব্যবস্থাই অপরাধীদের সমর্থন করে'।
Asha Devi, mother of 2012 Delhi gang-rape victim: Why is the court taking so much time to execute its own order to hang the convicts? Repeated postponing of the execution shows the failure of our system. Our entire system supports criminals. pic.twitter.com/JFmU1qSU46— ANI (@ANI) March 2, 2020
তিনি আরও যোগ করে, 'সরকারকে, আদালতকে জবাব দিতে হবে যে কেন দোষীদের ফাঁসি কার্যকর করতে বিলম্ব হচ্ছে'। মঙ্গলবার ভোর ৬টায় তিহাড় জেলে চার আসামীকে ফাঁসি দেওয়া হওয়ার কয়েক ঘন্টা আগে দিল্লির এক আদালত তৃতীয়বারের জন্য দোষীদের ফাঁসি কার্যকর করা স্থগিত করার পরে এমনটাই মন্তব্য করেছেন আশাদেবী।
Post a Comment