জনতা কারফিউ: বন্ধ হয়ে গিয়েছে ট্রেন, অগত্যা রাস্তাতেই থাকতে হবে যাত্রীদের


Odd বাংলা ডেস্ক: সাধরণ মানুষ যখন নিজেই নিজেকে ঘরবন্দী রাখে বা ঘর থেকে বের হয় না, এমনকি কোনো অতিথি বাসায় এলে তাকে পুনরায় তার বাড়িতে ফেরত পাঠিয়ে নিজেকে সব কিছু থেকে বিচ্ছিন্ন রাখে, তখন সেই ব্যবস্থাকে ‘জনতার কারফিউ’ বলে৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতবাসীদের রোববার জনতার কারফিউ পালনের আহ্বান জাননোর পর এই ইস্যুতে বিস্তর আলোচনা তৈরি হয় সোস্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমগুলোতে। যদিও গণতান্ত্রিক ব্যবস্থায় জনতার কারফিউয়ের সংবিধানিক অস্তিত্ব নেই, কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া এবং এ বৈশ্বিক বাস্তবতায় মোদির জনতার কারফিউ পালনের ডাক বেশ সাড়া ফেলেছে ভারতসহ পুরো দুনিয়া জুড়ে।

কিন্তু এসবের মাঝে খুব সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। দিল্লির স্টেশনের বাইরে চোখে পড়ল এমনই দৃশ্য। দেশের অনেক জনগন এমন রয়েছেন যাঁদের কাজের প্রয়োজনেই প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। কিন্তু তাদের অনেকেই দিল্লির মতো স্টেশনগুলিতে আটকে গিয়েছেন। তারা পড়েছেন খুব সমস্যায়। আপাতত আজকের দিনটা তাদের রাস্তাতেই কাটাতে  হবে। 
Blogger দ্বারা পরিচালিত.