কাঁসর-ঘন্টা, হাততালি, করোনা আতঙ্কের মধ্যেই অচেনা আরেক ভারত


Odd বাংলা ডেস্ক: এক অন্য কলকাতাকে দেখা গেল রবিবার। ঘড়িতে তখন বিকেল ৫টা। আচমকা বাজতে শুরু করে দিল শঙ্খ, কাঁসর ঘণ্টা, সঙ্গে করতালি।  বৃদ্ধ-বৃদ্ধা সবাই। ফোনের নোটিফিকেশন বলছে কলকাতা নয়, গোটা দেশ এতে শামিল হয়েছে। একের পর এক ফেসবুক লাইভ। যেখানে দেখা যাচ্ছে, অ্যাপার্টমেন্টের বারান্দায় বা জানালায় দাঁড়িয়ে মানুষ চোয়াল শক্ত করে হাততালি দিচ্ছে, শব্দ করছে। কিন্তু কেন? পোশাকী কারণ, প্রধানমন্ত্রী মোদীর বেঁধে দেওয়া গতে করোনা পরিস্থিতিতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই স্বাস্থ্য় ও সাফাইকর্মীদের সম্মান জ্ঞাপন। কিন্তু এদিনের সশব্দ আবেগ বলছিল আরও অনেক কথা। চোখে জল নিয়ে বয়স্ক মহিলা বললেন, জোরাল শব্দের তরঙ্গ নেতিবাচক শক্তিকে অচল করে দেয়। অতীতেও নাকি এমনটাই হত। 

করোনাভাইরাসের বিরুদ্ধে যে জরুরি পরিষেবার কর্মীরা লড়াই চালাচ্ছেন, তাঁদের কুর্নিশ জানাতে রবিবার ঠিক পাঁচটায় হাতহাতি ও কাঁসর-ঘণ্টা বাজিয়ে অভিনন্দন জানিয়েছে গোটা দেশ। এ জন্য কোটি কোটি দেশবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণে দেশবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন, রবিবার যেন সকাল সাতটা থেকে রাত ন’টা কেউ বাড়ি থেকে না বেরোন। জনতাকে কার্ফু পালনের কথা বলেছিলেন তিনি। সেই সঙ্গে আবেদন করেছিলেন, এই দিনই বিকেল পাঁচটায় জরুরি পরিষেবার সঙ্গে জড়িত যে সব স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মীরা আছেন, তাঁদের অভিবাদন জানাতে যেন সবাই হাততালি দেন বা কিছু বাজিয়ে শব্দ করেন।
Blogger দ্বারা পরিচালিত.