'মোদীর ৬৫-র ওপরে, তাও পার্লামেন্টে এসে সরকারের নিয়ম ভাঙছেন প্রধানমন্ত্রী': কংগ্রেস


Odd বাংলা ডেস্ক: মহামারি আইনের আওয়া ৬৫ বছরের ওপরে যাদের বয়স সেইসব প্রবীণ নাগরিকদেক বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। সারা বিশ্ব জুড়ে করোনা যখন মহামারির আকার ধারণ করেছে, তখন তা প্রতিরোধ করতে কেন্দ্রীয় সরকারের তরফে প্রবীণ নাগরিকদের অর্থাৎ যাদের বয়স ৬৫-র ওপরে তাদের বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই সেই নিয়ম মেনে চলছেন না বলে দাবি করলেন কংগ্রেসের আনন্দ শর্মা।

কংগ্রেসের সিনিয়র মুখপাত্র আনন্দ শর্মা এদিন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ অধিবেশন চালিয়ে যাচ্ছেন এবং প্রত্যেক সাংসদ এবং হাজার হাজার মানুষের মধ্যে করোনা সংক্রামিত করা সুনিশ্চিত করছেন। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে সংসদ খোলা রেখে সরকারের নির্দেশ একপ্রকার অমান্য করেই সংসদে আসছেন মোদী, দাবি করেন আনন্দ শর্মা।  
Blogger দ্বারা পরিচালিত.