করোনা আক্রান্ত গায়িকা কণিকা কাপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ, কেন জানেন?
Odd বাংলা ডেস্ক: লন্ডন থেকে ফিরেছিলের বলিউডের 'বেবি ডল' গায়িকা কণিকা কাপুর। সেখান থেকে ফিরে কাউকে কিছুই জানাননি, তারপর জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে গেলে তাঁর শরীরে COVID-19-এর নমুনা পাওয়া যায়। অন্তত সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তেমনটাই জানিয়েছিলেন গায়িকা। বর্তমানে তিনি লখনউ-এর একটা হাসপাতালে ভর্তি।
আর এরপরই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। শনিবার উত্তরপ্রদেশের সরোজিনি নগর থানার পুলিশের তরফে জানানো হয়েছে, গায়িকার বিরুদ্ধে ১৮৮, ২৬০৯ এবং ২৭০ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। মূলত রোগ লুকিয়ে রাখার জন্যই এই একাধিক ধারায় দায়ের হয়েছে মামলা।
সূত্রের খবর, দিন কয়েক আগেই লন্ডন থেকে ফিরেছিলেন গায়িকা। আর সেই কথা তিনি কাউকে জানাননি বলে অভিযোগ। উপরন্তু নিজের বাড়িতে বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে একচি বিলাসবহুল পার্টিও দিয়েছিলেন তিনি। সেই পার্টিতে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার ছেলে দুষ্মন্ত সিন্ধিয়া। তিনি নাকি তারপরে সংসদেও গিয়েছিলেন।
সরকারের তরফে করোনা রুখতে বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এই ধরণের ঘটনাকে অপরাধ হিসাবেই দেখছে প্রশাসন। প্রসঙ্গত, ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মৃত ৫।
Post a Comment