করোনায় লকডাউন, জনতাকে আনন্দ দিতে রাস্তায় নেমে নাচ-গানে মাতল পুলিশ, দেখুন ভিডিও


Odd বাংলা ডেস্ক: বিশ্বজুড়ে একাধিক জায়গায় কার্যত লকডাউন পরিস্থিতি। অসংখ্য করোনা থেকে বাঁচতে নিজেদের কার্যত গৃহবন্দী করে রেখেন। এমনই পুরোপুরি অবরুদ্ধ পরিস্থিতিতে দিন কাটছে স্পেনের মানুষদের। স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৮,৭৬৮ এবং প্রাণ হারিয়েছেন প্রায় ১,৭৭২ জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছন প্রায় ২,৫৭৫ জন মানুষ। 

আর এরই মাঝে শহরবাসীকে একটু আনন্দ দিতে পথে নেমেছেন পুলিশকর্মীরা। স্পেনের আলগাইদা, মাজোরকায় রাস্তায় নেমে রীতিমতো নাচ-গানে মাতলেন পুলিশকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, দুটি পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে একটি নির্দিষ্ট স্থানে এসে থামল। তারপর পুলিশ কর্মীরা গাড়ি থেকে গিটার হাতে বেরিয়ে আসলেন। 
তারপর রাস্তায় দাঁড়িয়েই গিটার বাজিয়ে চলে নাচগান। তা দেখতে বাড়ির ব্যালকনিতে ভিড় জমান সকলে। হাততালিও দেন। গৃহবন্দি মানুষের একঘেয়েমি কাটাতে পুলিশের এই অনবদ্য ভুমিকাকে সাধুবাদ জানাচ্ছে নেটিজেনরা। 
Blogger দ্বারা পরিচালিত.