করোনা: জানলা খুলে পোপ দেখলেন আজ আর আসেনি কেউ
Odd বাংলা ডেস্ক: পোপ জানালার সামনে এসে দাঁড়ালে মানুষের ঢল নামে। এটাই দেখা গেছে বারবার। কিন্তু এখন হঠাৎ সেই চিত্রটা বদলে গেল। জনমানবশূন্য রাজপথে যেন শশ্মানের নীরবতা। নেপথ্যে রয়েছে করোনাভাইরাস। তবে ঘটনাস্থল চীন নয়। ঘটনাস্থল খৃস্টানদের পুণ্যভূমি ভ্যাটিকান। আজ সেখানে মানুষের দেখা নেই। মনে হতে পারে মানব সভ্যতা বোধহয় এখানে এসে সমাপ্ত হয়েছে।
করোনার জেরে সেই চেনা ছবিটাই এবার আমূল বদলে গেছে। একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, প্রত্যেকদিনের মতোই পোপ ফ্রান্সিস এসে দাঁড়িয়েছেন জানালায়। অথচ নিচে জনসমুদ্র নেই। উল্টে শূন্যতা বিরাজ করছে সেখানে।
করোনাভাইরাস তার প্রধান কেন্দ্রস্থল বদলে পৌঁছে গিয়েছে ইউরোপে। গোটা ইতালি হয়ে উঠেছে মৃত্যুপুরী। এই অবস্থাতে কিছুতেই চুপচাপ বসে থাকতে পারছেন না পোপ ফ্রান্সিস। তাই সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করেই বেরিয়ে পড়েন তিনি। দু’টি গির্জাতেও যান তিনি। পোপ প্রার্থনা সারেন সান্টা মারিয়া ম্যাগিওরে গির্জাতে। সেই ছবিটিও ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে একা পোপ হেঁটে চলেছেন রাস্তা দিয়ে, আর নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে।
Post a Comment