করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল স্পেনের রাজকুমারীর!


Odd বাংলা ডেস্ক: মহামারি ধনি-দরিদ্র, রাজা-প্রজা মানে না। সেই চিরাচরিত বাণী যে এইভাবে সত্যি হবে তা ভাবেননি কেউই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন স্পেনের রাজকুমারী মারিয়া টেরেসা। তিনি ছিলেন স্পেনের বারবন-পারমা পরিবারের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। রাজকুমারী ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের তুতো বোন। 

এদিন রাজকুমারীর মৃত্যুর খবর জানান তাঁর ভাই রাজকুমার সিক্সটো এনরিকে দে বারবন ফেসবুকে রাজকুমারীর মৃত্যুর খবর জানিয়েছিলেন যে, কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজকুমারীর। তাঁর মৃত্যু হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসেই। প্রসঙ্গত, স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের করোনা পরীক্ষা করা হয়েছিল। এক সপ্তাহ আগে সেই রিপোর্ট নেগেটিভ আসে। 

সারা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে স্পেনেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার বিকেল ৪টে পর্যন্ত স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৩,২৩৫ এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫,৯৮২ জন। তবে স্পেনের রাজকুমারির মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।
Blogger দ্বারা পরিচালিত.