বাবা নয়, বিশেষভাবে সক্ষম এই শিশুর জীবনে মায়ের ভুমিকাই পালন করেছেন এই যুবক, ইনিই এবার 'বিশ্বসেরা মা'


Odd বাংলা ডেস্ক: কে বলে যে মা শুধু মেয়েরাই হতে পারে! মা একটা অনুভূতি, কেবল কর্তব্য পালনই নয়, সন্তানকে ভালবেসে জড়িয়ে ধরলে মা হওয়ার সেই অনুভূতি পেতে পারেন যে-কেউ। তবে এই প্রতিবেদনে আপনাদের বলব এমন এক মায়ের গল্প যিনি কিনা বিশ্বসেরা মায়ের পুরস্কারে ভূষিত হবেন। তাঁর নাম আদিত্য তিওয়াড়ি। 

২০১৬ সালে ডাউন সিনড্রোমে আক্রান্ত একটি শিশুকে দত্তক নিয়েছিলেন পুণের আদিত্য তিওয়াড়। তখন থেকে সে একাই শিশুটির ভরণ-পোষণের দায়িত্ব পালন করে চলেছেন। আদিত্য মনে করেন সন্তান প্রতিপালন কখনওই লিঙ্গভিত্তিক হয় না। দীর্ঘ দেড় বছরের লড়াইয়ের পল ২০১৬ সালের ১ জানুয়ারি তিনি ডাউন সিনড্রোমে  আক্রান্ত ছোট্ট অবনীশের আইনি হেফাজত পেয়েছেন। তারপর থেকে তাঁদের যাত্রা ছিল রোমাঞ্চে ভরা। আদিত্য মনে করেন, অবনীশ তাঁর কাছে ঈশ্বরের দেওয়া সবচেয়ে সেরা উপহার। তিনি নিজেকে কখনওই অবনীশের বাবা বা মা হিসাবে কল্পনা করেননি। তিনি সর্বদা চেষ্টা করে গিয়েছেন অবনীশের কাছে যেন একজন ভাল মানুষ হিসাবে থাকতে পারেন। 


আদিত্যবাবুর কাছে সবথেকে বড় পাওয়া ছিল যে, অবনীশই তাঁকে শিখিয়েছেন যে কীভাবে একজন ভাল অভিভাবক হওয়া যায়। সন্তানের দায়িত্ব যে কেবল একজন মহিলাই নিতে পারেন সেই গতানুগতিকতা ভাঙতে চেয়েছিলেন আদিত্য। অবনীশকে দত্তক নেওয়ার পর তিনি তাঁর আইটি ফার্মের চাকরিও ছেড়ে দেন। এরপর বিশেষভাবে সক্ষম শিশুদের মা-বাবাকে কাউন্সেলিং করাতে শুরু করেন। রাষ্ট্রসঙ্ঘের তরফেও ডাক আসে তাঁর কাছে। সেখানে মানসিক প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের লালন করার ওপর একটা বক্তব্যও রেখেছিলেন তিনি। 
Blogger দ্বারা পরিচালিত.