করোনা আক্রান্ত হয়ে পঞ্জাবে মৃত বৃদ্ধ থেকে সংক্রামিত আরও ২৩ জন, বন্ধ করা হল ১৫টি গ্রাম


Odd বাংলা ডেস্ক: গত ১৮ মার্চ পঞ্জাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যে বৃদ্ধ মারা গিয়েছিলেন তার থেকে কমপক্ষে ২৩ জনের মধ্যে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে খবর। পঞ্জাবে নতুন করে যে  ৩৩ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ রয়েছে তাঁদের মধ্যে ২৩জনই ওই বৃদ্ধের সংস্পর্শে এসেছিল বলে খবর। 

৭০ বছর বয়স্ক ওই গুরুদ্বার পুরোহিত ২ সপ্তাহ জার্মানি এবং ইতালি সফর সেরে প্রতিবেশি গ্রামেরই দুই বন্ধুকে নিয়ে ফিরে এসেছিল। এরপর স্বেচ্ছা গৃহবন্দীর নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি বহু মানুষেরই সংস্পর্শে এসেছিলেন। এরপর ৬ মার্চ তিনি প্রথমে দিল্লি এবং তারপর পঞ্জাব ফিরে আসেন। এরপর ৮-১০ মার্চ আনন্দপুর সাহেবের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং শহীদ ভগত সিং নগর জেলার তাঁর নিজের গ্রামে ফিরে এসেছিলেন।

করোনাভাইরাস টেস্টে পজিটিভ আসার আগে তিনি প্রায় ১০০ জনের সঙ্গে দেখা করেছিলেন। তিনি এবং তাঁর দুই ভ্রমণ সঙ্গী রাজ্য জুড়ে ১৫টি গ্রাম পরিদর্শন করেছেন বলেও মত অনেকের। এরপর ওই ১৫টি গ্রাম বন্ধ করে দেওয়া হয় বলে খবর। 

শুঘু তাই নয়, ওই বৃদ্ধের পরিবারের ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত। তাঁর নাতি-নাতনিও অগণিত মানুষের সংস্পর্শে এসেছে বলে খবর। এঁদের সংস্পর্শে আরও যারা এসেছেন কর্মকর্তারা তাদের খুঁজে বের করার চেষ্টা করছেন। মনে করা হচ্ছে ওই তিনজনের থেকেই নওনশাহার, মোহালি, অমৃতসর, হোশিয়ারপুর ও জলন্ধর-এ করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সারা ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৭৬৪ এবং করোনায় মৃত ২০ জন। 
Blogger দ্বারা পরিচালিত.