অবশেষে পিছু হটল যোগী রাজ্য, করোনা আতঙ্কে বাতিল রামনবমী উত্‍সব


Odd বাংলা ডেস্ক: প্রথমে করোনাকে পরোয়া না করেই রামনবমীর উত্‍সব করার কথা ছিল যোগী রাজ্যে। তারপর অবশেষে তা বাতিল করা হল। এ বছর আগামী ২৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত এই উত্‍সব পালন করার কথা ছিল। কিন্তু দেশজুড়ে করোনা আতঙ্কের জেরে যে যুদ্ধকালীন তত্‍পরতা নেওয়া হচ্ছে তার জন্য সেই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিল রাম নবমী নিবাস।

সূত্রের খবর, করোনা মোকাবিলায় যখন দেশজুড়ে সচেতনতা গড়ে তোলা হচ্ছে, নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি, তখন ধর্মীয় সভা বাতিল করার সিদ্ধান্ত নিল রাম জন্মভূমি নিবাস। নিবাসের এক বর্ষীয়ান সদস্যের কথায়, দেশে করোনার মতো মহামারী ঠেকাতে সরকার নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা মেনেই রাম নবমী উত্‍সব বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল।

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুসারে, দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৩। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের। পরিস্থিতি ঠেকাতে তত্‍পর দেশের সরকার। চলছে জোরকদম প্রস্তুতি। ২২ মার্চ জনতা কার্ফু-এর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Blogger দ্বারা পরিচালিত.