ফের দুরদর্শনে ফিরছে আইকনিক ধারাবাহিক রামায়ণ, কবে, কখন সম্প্রচারিত হবে জেনে নিন


Odd বাংলা ডেস্ক: ১৯৮৭-'৮৮ সালে যখন দুরদর্শনে রামায়ণ-মহাভারত হলে সাধারণ মানুষ আর কেউই রাস্তায় থাকতেন না। বর্তমানে লকডাউন পরিস্থিতিতে সেই দৃশ্য ফিরিয়ে আনাটাই এখন ভীষণভাবে জরুরী। তাই শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেড়কর টুইট করে জানিয়েছেন আগামী ২৮ মার্চ শনিবার থেকে দিনে দু'বার করে ডিডি ন্যাশনালে সম্প্রচারিত হবে সেই আইকনিক শো রামায়ণ। 

চলতি সপ্তাহের শুরুর দিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছিল, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় রামানন্দ সাগরের রামায়ণ এবং বিআর চোপড়ার মহাভারত পুনরায় দুরদর্শনে দেখানোর আবেদন করেন অসংখ্য মানুষ। এদিন প্রকাশ জাভেড়কর টুইট করে আরও জানান, জনগণের দাবিতে এই ঘোষণা করতে পেরে তাঁরা খুশি। তাই ২৮ মার্চ থেকে দিনে দুবার করে রামায়ণ সম্প্রচারিত হবে। একটি পর্ব সম্প্রচারিত হবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এবং পরের পর্ব সম্প্রচারিত হবে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত। 
রামের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল, সীতার চরিত্রে  দীপিকা চিখালিয়া এবং লক্ষণের চরিতে অভিনয় করে সুনিল লহরি বিরাট জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই স্টার কাস্ট ফের একসঙ্গে এসেছিলেন দ্য কপিল শর্মা শো-তে। রামায়ণ সম্প্রচারের ৩৩ বছর উপলক্ষে একত্র হয়েছিলেন তাঁরা। ফের সেই ম্যাজিক ফিরে পেয়ে যে দর্শকরাও অত্যন্ত খুশি সেকথা বলাই বাহুল্য। 
Blogger দ্বারা পরিচালিত.