করোনা রোগীদের জন্য ২ সপ্তাহে হাসপাতাল তৈরি করল রিলায়েন্স, বিনামূল্যে দেওয়া হবে মাস্ক


Odd বাংলা ডেস্ক: করোনা আতঙ্কের মধ্যেই সুখবর। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর তরফ থেকে করোনা রোগীদের জন্য তৈরি করা হল হাসপাতাল। দেশে এই প্রথম COVID-19 পজিটিভ রোগীদের পরীক্ষা করার জন্য মুম্বইয়ে একটি হাসপাতাল উদ্বোধন করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ১০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হবে বলে জানা গিয়েছে।


সারা দেশে যখন প্রভাব বিস্তার করছে করোনা, ঠিক সেই সময়েই হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেয় রিলায়েন্স গোষ্ঠী। এরপর মাত্র ২সপ্তাহের মধ্যেই হাসপাতাল গড়ে তোলা হয় বলে খবর। কেবলমাত্র করোনা রোগীদের কথা মাথায় রেখেই এই হাসপাতাল গড়ে তোলা হয়েছে। পাশাপাশি মহরাষ্ট্রের লোধিভালিতে একটি আইসোলেশন সেন্টারও গড়ে তুলেছে রিলায়েন্স গোষ্ঠী। 

কেবল রোগীদেরই নয়, যারা রোগীদের সেবায় নিয়োজিত সেই ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে প্রতিদিন প্রায় ১০ লক্ষ মাস্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তীব্র সংকটময় পরিস্থিতিতে রিলায়েন্স গোষ্ঠীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। 
Blogger দ্বারা পরিচালিত.