ফাটা গোড়ালির যত্ন নিন বাড়িতে বসেই, রইল বিশেষ টিপস



Odd বাংলা ডেস্ক: আপনারা হয়তো জানেন, ত্বকের কোমলতা বা আর্দ্রতা ধরে রাখতে ফলের জুড়ি নেই। একটি ফল দিয়েই হয়ে যেতে পারে আপনার ত্বকের জন্য চমৎকার একটি মাস্ক। অনেক ত্বক সচতনও পায়ের গোড়ালি নিয়ে ততটা মাথা ঘামান না। যে কারণে অনেকটা অযত্নেই থেকে যায় পায়ের গোড়ালি। পায়ের গোড়ালির যত্নের জন্য খুব সহজে কলা দিয়ে একটি মাস্ক বানানোর টিপস থাকছে আপনাদের জন্য।

ফাঁটা পায়ের গোড়ালির যত্নে বিশেষ টিপস

পায়ের গোড়ালির যত্নে কলার মাস্ক


মাস্ক তৈরির নিয়ম

একটি কলার অর্ধেকটা একটি পাত্রে নিয়ে ভালোভাবে পেস্ট করুন। এরসাথে মিশিয়ে নিন কয়েক ফোঁটা মধু।

ব্যাস্, মাস্ক বানানো শেষ।


মাস্ক লাগানোর নিয়ম

এবার এই মাস্ক পায়ের গোড়ালিতে ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিন। এরপর একটি প্লাস্টিক পেপার দিয়ে গোড়ালি ভালোভাবে মুড়ে দিন। ১০ মিনিট পর্যন্ত রেখে ধুয়ে ফেলুন। এরপর ঝামাপাথর দিয়ে গোড়ালি ঘষে নিন।

মাস্কটি মাত্র কয়েকবার ব্যবহারে দেখুন রুক্ষ ও ফাঁটাভাব চলে গিয়ে কেমন মসৃন আর কোমল হয়ে উঠেছে আপনার পায়ের গোড়ালি।
Blogger দ্বারা পরিচালিত.