করোনা মোকাবিলায় লকডাউন যথেষ্ট নয়, জারি করা হোক এমার্জেন্সি, দাবি ঋষি কাপুরের


Odd বাংলা ডেস্ক: বর্ষীয়ান বলিউড অভিনেতা ঋষি কাপুর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইস্যুতে নিজের মনের কথাই প্রকাশ করে থাকেন। এনিয়ে বিভিন্ন সময় অবশ্য বিভিন্ন বিতর্কের মধ্যে পড়তে হয়েছে ঋষি কাপুরকে। আর এবার সারা ভারত যখন করোনা ভয়ে কাবু, তারই মধ্যে ফের টুইট করলেন ঋষি কাপুর। 

করোনাভাইরাস মোকাবিলায় সারাদেশে যখন ২১ দিনের লকডাউন জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন বর্ষীয়ান অভিনেতার মত, এই লকডাউন করে কিছুই হবে না, করোনা মোকাবিলায় সারা দেশ জুড়ে জরুরী অবস্থা জারি করা উচিত। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমার্জেন্সিই একমাত্র ভরসা। তিনি আরও বলেন যে, সারা দেশে এমার্জেন্সি জারি করা হলেই কিন্তু মানুষের প্যানিক বন্ধ হবে বলেও মনে করেন তিনি।  
Blogger দ্বারা পরিচালিত.