গুজবে কান দেবেন না, করোনা টেস্ট কিটকে ভ্যাক্সিন বলে রটনা


Odd বাংলা ডেস্ক: এক দিকে করোনার বাড়বাড়ন্ত। অন্যদিকে সেই করোনাকেই ঘিরেই গুজবের রমরমা। সম্প্রতি হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে এক আজব মেসেজ। দাবি করা হচ্ছে, করোনা নিরাময়ের ওষুধ আমেরিকার ডাক্তারদের হাতের নাগালে চলে এসেছে। আমেরিকার 'রচে মেডিক্যাল কোম্পানি' (রচে ডায়গনস্টিক্স) করোনাভাইরাসের ভ্যাক্সিন প্রস্তুত করে ফেলেছে। বেশ কিছু পাউচের একটি ছবি ছড়িয়ে পড়েছে। পাউচে লেখা, Covid-19 IgM/IgG। এক হোয়াটসঅ্যাপ ইউজার ওই পাউচের ছবি সমেত মেসেজ লিখেছেন, 'খুশির খবর গোটা বিশ্বের জন্য। করোনাভাইরাস ভ্যাক্সিন তৈরি। সম্পূর্ণ সুস্থ হতে পারেন রোগী। আমেরিকার বিজ্ঞানীকে কুর্নিশ। সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেছেন যে, রচে মেডিক্যাল কোম্পানি পরবর্তী রবিবারই এই ভ্যাক্সিন লঞ্চ করবে। আর সেখান থেকেই লক্ষ লক্ষ ডোজ তৈরি হয়ে যাবে।'


Blogger দ্বারা পরিচালিত.