রবিবার কলকাতার স্যাটেলাইট ইমেজ, জনমানবহীন এক শহর



Odd বাংলা ডেস্ক: EOS বা Earth Observing System নামে একটি ওপেন টু ইউজার ব্যবস্থার মাধ্যমে আপনিও পৃথিবীর সরাসরি স্যাটেলাইনট ইমেজ দেখতে পারেন। আর রবিবারের চিত্রটা কিছুটা এইরকম ছিল। স্যাটেলাইট ইমেজে অন্তত তেমনটাই ধরা পড়েছে শূণ্য রাস্তা-ঘাট, শূণ্য কলকাতার চেনা এলাকাগুলি। গোটা ভারতের চিত্রটাই প্রায় একই। জনতা কারফিউ ব্যাপকভাবে সফল হয়েছে। অন্তত স্যাটেলাইট ইমেজ সেটাই বলছে। যা দেখলে আপনিও হয়ে যাবেন অবাক। 

এক্সট্রা জুমিং এর সাহায্যে আমরা দেখার চেষ্টা করেছিলাম কলকাতার রাস্তাগুলি। সেখানেই প্রায় একই অবস্থা গোটা এলাকা জুড়েই পথঘাট একেবারেই শূণ্য । 

রবিবার সন্ধ্যাবেলার চিত্র

আপনি নিজেও দেখতে পাবেন পৃথিবীর সরাসরি স্যাটেলাইট ইমেজ। এই ওয়েবসাইটের মাধ্যমে https://eos.com/lv/ 

Blogger দ্বারা পরিচালিত.