করোনা লকডাউনে থামল শাহিনবাগের আন্দোলন, বুলডোজারে ভাঙা হল প্রতিবাদমঞ্চ


Odd বাংলা ডেস্ক: গত কয়েকমাস ধরে দিল্লির শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে জমায়েত করছিলেন কয়েকশো মহিলা। অবশেষ করোনা লকডাউনের জেরে একপ্রকার থেমে গেল আন্দোলন। এদিন দিল্লি পুলিশের তরফে পরিষ্কার করে দেওয়া হল শাহিনবাগ এলাকা। 

পুলিশের তরফে শাহিনবাগের বিক্ষোভকারীদের জোর তরে উচ্ছেদ করেছিল। তবে জানা যায়, কিছু মহিলা এর পরেও শাহিনবাগে ছিল। কিন্তু বাকিরা সেই স্থান ছেড়ে অন্যত্র চলে গিয়েছে, কেবল ফেলে গেছে তাদের চপ্পল জোড়া। ১৪৪ ধারা অমান্য করার জন্য শাহীনবাগ থেকে পুলিশ ৬ জন মহিলা ও ৩ জন পুরুষকে আটক করেছে।
দক্ষিণ-পূর্ব ডিসিপি বলেছিলেন, শাহিনবাগে প্রতিবাদের এলাকায় লকডাউন আরোপ করা হয়েছে বলে এলাকাটি সাফ করার জন্য অনুরোধ করা হয়েছিল বিক্ষোভকারীদের। তবে তারা প্রত্যাখ্যান করার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এইভাবে জমায়েত যেহেতু বেআইনি তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জায়গাটি সাফ করা হয়েছে এবং কয়েকজন বিক্ষোভকারীদের আটক করা হয়েছে।' সংবাদ সংস্থার একটি ভিডিওতে দেখা গিয়েছে পুলিশ বুলডোজার এনে জায়গাটি সাফ করেছে।
Blogger দ্বারা পরিচালিত.