করোনা পরিস্থিতিতে পার্লামেন্টে কান্নায় ভেঙে পড়লেন সিঙ্গাপুরের এই মন্ত্রী
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে গিয়ে পার্লামেন্টে কেঁদে ফেললেন সিঙ্গাপুরের এক মন্ত্রী। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
করোনাভাইরাস মোকাবেলায় গঠিত টাস্কফোর্সের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় উন্নয়ন বিষয়ক মন্ত্রী লরেন্স ওং।
স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করতে যেয়ে পার্লামেন্টে তিনি বলেন,‘কথাই শুধু যথেষ্ট নয়।’ এ সময় আবেগে তার কণ্ঠ কেঁপে ওঠে। এক পর্যায়ে আবেগ সামাল দিতে না পেরে কান্নায় ভেঙ্গে পড়েন মন্ত্রী।
একটু ধাতস্ত হওয়ার পর তিনি বলেন, ‘দয়া করে আমাকে এক মিনিট সময় দিন।’
গত দুই মাস ধরে করোনাভাইরাসের সঙ্গে মোকাবেলা করতে হচ্ছে সিঙ্গাপুরকে। সম্প্রতি দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। আক্রান্তদের অধিকাংশই বিদেশ ফেরত। সব মিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫৫৮ জনে পৌঁছেছে। গত শনিবার দেশটিতে প্রথম এক করোনা আক্রান্তের মৃত্যু হয়।
গত দুই মাস ধরে করোনাভাইরাসের সঙ্গে মোকাবেলা করতে হচ্ছে সিঙ্গাপুরকে। সম্প্রতি দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। আক্রান্তদের অধিকাংশই বিদেশ ফেরত। সব মিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫৫৮ জনে পৌঁছেছে। গত শনিবার দেশটিতে প্রথম এক করোনা আক্রান্তের মৃত্যু হয়।
Post a Comment